
.
শিক্ষা-সংস্কৃতি, ক্রীড়া-কৃষ্টি, জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ বিক্রমপুর তথা মুন্সীগঞ্জের আলোকবর্তিকা শ্রীজ্ঞান অতীশ দীপঙ্করের জন্ম ভিটা বজ্রযোগিনীর রয়েছে বিশ্বজোড়া পরিচিতি, রয়েছে খ্যাতি। বজ্রযোগিনীর মাটিতে জন্ম গ্রহণ করেছেন অসংখ্য শিক্ষাবিদ, বুদ্ধিজীবি, বিজ্ঞানী, গবেষক, ক্রীড়াবিদ, রাজনীতিবিদ, সাংবাদিক ও সমাজকর্মী যারা আপন মহিমায় বজ্রযোগিনী তথা বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচিত করেছেন। আর শিক্ষার দ্যুতি ছড়িয়ে দিচ্ছে বিক্রমপুরের দ্বিতীয় প্রাচীনতম বিদ্যাপিঠ “বজ্রযোগিনী জে,কে, উচ্চ বিদ্যালয়”। আমি ১৪.০৮.২০১০ খ্রীঃ হতে অদ্যাবধি সকলের সহযোগিতায় পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করে আসছি। আমি আনন্দিত যে, “বজ্রযোগিনী জে,কে, উচ্চ বিদ্যালয়” এর নামে ‘ওয়েব সাইড’ ওপেন হতে যাচ্ছে। যাদের আন্তরিক প্রচেষ্টায় ওয়েব সাইড ওপেন হতে যাচ্ছে তাদের প্রতি আমি মুগ্ধ। আমরা মিশে গেলাম বিশ্ব ইতিহাসের পাতায়। যে সকল মহানুভব ব্যক্তি বা প্রতিষ্ঠান বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অবদান রেখে যাচ্ছেন তাদের প্রতি আমার অভিনন্দন ও কৃতজ্ঞতা। আমাদের এ মহতি উদ্যোগের দীপ্তি সকলের মধ্যে সঞ্চারিত হউক এ প্রত্যাশা করছি
।
সভাপতি
ব্জ্রযোগিনী জে. কে. উচ্চ বিদ্যালয় ব্জ্রযোগিনী,
মুন্সীগঞ্জ সদর , মুন্সীগঞ্জ
.